আমফানের স্যাটেলাইট ছবি প্রকাশ করল নাসা

করোনা আবহের মাঝেই আঘাত করছে আমফান। ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে কাজ শুরু করছে প্রশাসন। সকাল থেকে দক্ষিণ ২৪ পরগণা সহ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায় শুরু হয়েছে বৃষ্টিপাত। বাড়ছে সাগরের জলোচ্ছ্বাসও। সুপার সাইক্লোনের প্রভাবে কমেছে শহরের পারদ। এক ধাক্কায় নেমেছে ৬ ডিগ্রি। মঙ্গলবার সকালের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। বুধবার তা নেমে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এই সুপার সাইক্লোনের স্যাটেলাইট ছবি প্রকাশ করল নাসা। কী অবস্থায় আছে আমফান তা দেখা যাচ্ছে এই ছবিতে।

দেখুন সেই ছবি-

Previous articleফোন কাজ না করলে প্লাস কোড ডাউনলোড করুন
Next articleআমফানের সতর্কতা: কলকাতার সব উড়ালপুল বন্ধ করে দিল কলকাতা পুলিশ