সুরক্ষার দাবিতে রাস্তায় কমব্যাট ফোর্স ও র‍্যাফ, পরিস্থিতি সামাল দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের সামনে অবরোধ করেছিল কমব্যাট ফোর্স আর র‍্যাফের প্রায় ৫০০জন। নবান্ন যাওয়ার পথে সেখানেই দাঁড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বললেন তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রী পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার আশ্বাস দিলেন। জানালেন তাদের পাশে রয়েছে রাজ্য। মিটল সমস্যা।

বিক্ষোভকারীদের বক্তব্য ছিল, লকডাউন সফল করতে বিভিন্ন জায়গায় তাদের ডিউটিতে করতে হচ্ছে, অথচ কোনও সুরক্ষা সরঞ্জাম দেওয়া হচ্ছে না। পুলিশ কর্মীদের মধ্যে যাদের সংক্রমণ হয়েছে তাদের চিকিৎসারও যথেষ্ট ব্যবস্থা নেই। পরিস্থিতি সামলাতে প্রথমে ডিভিশনাল কমিশনার আসেন। তাকে ঘিরে বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের বক্তব্য, পুলিশ ট্রেনিং স্কুলে যাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে তাদের সঙ্গেই অন্য পুলিশ কর্মীদের থাকতে হচ্ছে। মিলছে না মাস্ক, স্যানিটাইজার। অভিযোগের তীর ডিসি কমব্যাটের বিরুদ্ধে। ঘটনা পৌঁছয় নগরপাল অনুজ শর্মার টেবিলে। তদন্ত হচ্ছে। যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সকালে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বস্ত করায় আপাতত সমস্যা মিটেছে।

Previous articleআমফানের জেরে নিশ্চিহ্ন হতে পারে মরিচঝাঁপি-কুমিরমারি দ্বীপ!
Next articleফোন কাজ না করলে প্লাস কোড ডাউনলোড করুন