Saturday, May 17, 2025

আমফানে কার্যত ধ্বংস দক্ষিণ ২৪ পরগনা, জানালেন মুখ্যমন্ত্রী নিজেই

Date:

সুপার সাইক্লোন আমফান যে আয়লা এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ফনী-বুলবুলের মতো ঘূর্ণিঝড়ের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর তা আগেই জানিয়েছিলেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কিন্তু এই সুপার সাইক্লোন যে এতটা ধ্বংসলীলা তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি।

আমপানের তাণ্ডবে ধ্বংস হয়ে গিয়েছে বাংলা। বলা ভালো দুই ২৪ পরগনা। বুধবার নবান্ন থেকে বসে অন্তত এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ঝড়ের পুরোটাই বাংলার উপর দিয়ে গিয়েছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

আমফানের প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। এ দিন তা চরম আকার ধারণ করে। সারা দিন বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছিলই। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুন্দরবনে আমফান আছড়ে পড়লে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কয়েকশো গ্রাম। গৃহহীন হয়েছেন কয়েক হাজার মানুষ। জেলায় যে পরিমাণ ক্ষতি আমফান করেছে তা কয়েকটা আয়লা মিলেও হয়তো করতে পারতো না।

সুন্দরবন উপকূলবর্তী গোসাব-বাসন্তী-ঝড়খালি-কুলতলি-ভাঙর-ক্যানিং থেকে শুরু করে কাকদ্বীপ-নামখানা-বকখালি-সাগরের বিস্তীর্ণ অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। নদী বাঁধ ভেঙে চাষের জমি ভেসে গিয়েছে, গৃহপালিত গরু-ছাগল-হাঁস-মুরগি সব ভেসে গিয়েছে। কয়েক হাজার মাটির ঘর ভেঙে পড়েছে।

শহর অঞ্চলের মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বারুইপুর-সোনারপুর-ডায়মন্ড হারবার। ঘরবাড়ি ভেঙে পড়েছে সর্বত্র। জল নেই। ইলেক্ট্রিকের তার ছিঁড়ে পড়েছে।

যে ক্ষতি গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে হয়েছে, তা সম্ভবত অকল্পনীয়। এই ক্ষতিপূরণ আগামী কয়েক বছরের সম্ভব হবে কি না সন্দেহ!

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version