সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজে মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ জনের। ঘূর্ণিঝড়ের প্রবল তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উল্টে গিয়ে তড়িদাহত হয়ে প্রাণ গিয়েছে এই চারজনের। গতকাল, বুধবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে বজবজের ১৪ নম্বর ওয়ার্ডের এসএন ব্যানার্জি রোডে।

স্থানীয় সূত্রে খবর, ঝড় চলাকালীন একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল। রাত ১০টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার পথে তড়িদাহত হন পার্থ বিশ্বাস (৩৫)। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পার্থর কাকা স্বপন বিশ্বাস। এরপর ওই দু’জনকে বাঁচাতে আসেন স্বপনের বন্ধু আবির অধিকারী (৩৪) ও পার্থর শ্যালক সৌরভ মণ্ডল (২৩)। তাঁরাও তড়িদাহত হন। হাসপাতালে নিয়ে গেলে চারজনকেই মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় কাউন্সিলারের অভিযোগ, তাঁদের পক্ষ থেকে সিইএসইকে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন করা হলেও তাতে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। তার জেরেই এই দুর্ঘটনা। এদিকে ঘটনার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জেরে বিদ্যুৎহীন গোটা বজবজ।