রাজ্যে ঝড়ের পরিস্থিতি কী, তা সকলে দেখছেন। দেখলাম মুখ্যমন্ত্রী ক্ষয়ক্ষতির কথা বলেছেন। কেন্দ্রীয় টিম এসেও দেখবে। প্রধানমন্ত্রী তো বলেইছেন, সব তাঁর নজরে রয়েছে। কেন্দ্র কেন দেশবাসী পাশে রয়েছেন। ইতিমধ্যে এনডিআরএফের ৪০টি টিম কাজ করছে। কেন্দ্রের অফিসাররাও যোগাযোগ রাখছেন। ফলে সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে কেন্দ্র সাহায্য করবে।
