লকডাউন: পাইকারের দেখা নেই, ফসল নিয়ে আতান্তরে তুফানগঞ্জের কৃষকরা

লকডাউনে পাইকারের দেখা নেই। ফলে মিষ্টি কুমড়ো বিক্রি করা যাচ্ছে না। এতে মাথায় হাত কোচবিহার জেলার তুফানগঞ্জ-২ ব্লকের অধীন মহিষ কুচি 1নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষকদের। এবছর গোটা মহিষ কুচি এলাকাজুড়ে প্রচুর মিষ্টি কুমড়োর চাষ হয়েছে। কিন্তু পাইকাররা না আসায় ফসল বিক্রি করতে পারছেন না কৃষকরা।
শীতকালে অনেকেই একই জমিতে আলুর সঙ্গে ‘সাথী’ ফসল হিসেবে মিষ্টি কুমড়ো চাষ করেন বাড়তি কিছু উপার্জনের আশায়। কিন্তু এবছর লকডাউনের কারণে পরিস্থিতি বদলে গিয়েছে। বাইরের পাইকাররা আসছেন না। স্থানীয় বাজারেও সেরকম দাম মিলছে না। ফলে চিন্তায় কৃষকরা।

Previous articleসব খতিয়ে দেখে কেন্দ্র নিশ্চই সাহায্য করবে : দিলীপ
Next articleআমফান: নুইয়ে পড়েছে মাঠের ফসল, মাথায় হাত কৃষকদের