আমফান: নুইয়ে পড়েছে মাঠের ফসল, মাথায় হাত কৃষকদের

আমফানের প্রভাব মুর্শিদাবাদে চাষের বিপুল ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে
বুধবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। মধ্যরাতে মুর্শিদাবাদে আমফান প্রবেশ করে। বৃষ্টির সঙ্গে চলে প্রবল ঘূর্ণিঝড়। আমফানে ভেঙে পড়ে গাছ, বিঘ্নিত হয় বিদ্যুৎ পরিষেবা। ঝড়ের ফলে নুয়ে পড়ে ধানের ক্ষেত। ক্ষতির সম্মুখীন পাট চাষ ও কলার চাষ। জল জমে আছে জমিগুলিতে। একে করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে গৃহবন্দি মানুষ কাজ হারিয়েছেন। তার উপরে এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাথায় হাত।

Previous articleলকডাউন: পাইকারের দেখা নেই, ফসল নিয়ে আতান্তরে তুফানগঞ্জের কৃষকরা
Next articleনবান্নয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, শেষ দু ২৪পরগণা, এখনই মৃত্যু ৭২