মোদির সঙ্গে বৈঠক সেরেই করোনা মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে বিরোধী বৈঠকে মমতা

করোনার উপর ফের এক মঞ্চে বিরোধী নেতারা। লোকসভা নির্বাচনের প্রায় এক বছর পরে সেট এক মঞ্চে বিরোধীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বসিরহাটে গুরুত্বপূর্ণ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন নবান্নতে। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে অবিজেপি নেতাদের সঙ্গে দুপুর ৩টেয় বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে যেমন থাকবেন সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, তেমনি বৈঠকে থাকার কথা দক্ষিণের নেতা এম এ স্ট্যালিন, অখিলেশ যাদব মায়াবতী, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরে এবং বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে ১৬টি বিরোধী দলের নেতৃত্ব। এই বৈঠকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা। করোনা পরিস্থিতি মোকাবিলা কোন পথে করা উচিত, শ্রমিক সমস্যা কীভাবে করা উচিত, শ্রমিক আইন আদৌ বদলানো কতখানি যুক্তিযুক্ত, পরিযায়ী সমস্যা রাজ্য না কেন্দ্রের হওয়া উচিত তা স্পষ্ট করা, করোনা মোকাবেলায় রাজ্যগুলিকে এখনই প্যাকেজ দেয়া উচিত কিনা সমস্ত বিষয়গুলিই আলোচনায় উঠে আসবে। মূলত করোনা সঙ্কটকে সামনে রেখে কেন্দ্রের সংস্কারের বিরুদ্ধে তোপ দাগবেন বিরোধীরা।

Previous articleকলকাতার পথে প্রধানমন্ত্রী, বসিরহাটে তৈরি হেলিপ্যাড, কড়া নিরাপত্তা
Next articleরেলের কাউন্টারে টিকিট বিক্রির পরিষেবা চালু