Friday, November 14, 2025

এর আগে কোনোদিন বড় ঝড় আসেনি?

আগে সুন্দরবন কয়েকশো ঝড়ে ভুগেছে, কারোর টনক নড়েনি। আগে পাহাড় কয়েকশো ছোটখাটো ভূমিকম্পর সাক্ষী থেকেছে, কেউ মাথা ঘামায়নি। আর যাদের ট্যুর প্ল্যান ক্যান্সেল হয়েছে তারা হায়হায় করেছে কেবল।

যেইই কালকে কলকাতা নড়ে গেছে ওমনি সব্বার চাপ হয়ে গেছে।

হ্যাঁ, এলিট শহুরে নাক উঁচু বাবুদের বেশিরভাগ যারা সবকিছু এড়িয়ে থাকে, তাদের এটাও বোঝা উচিত যে কলকাতার বাইরেও গোটা বাংলার প্রচুর গ্রাম শহরে কয়েক কোটি লোকজন থাকেন যাঁরা নানা প্রাকৃতিক কারণে বিপদে পরেন যখন তখন এইসব এলিট বাবুরা নিজেদের ‘ব্যস্ত জীবন’ থেকে সময় বের করে খবরও নেয় না মানুষ গুলোর কী হলো, ঝড় হলে ঠান্ডা হাওয়া আর বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদার ‘এনজয়’ করে তারা।

আজ দেখছি অনেকেই ন্যাশনাল মিডিয়া বা প্রধানমন্ত্রী কেন চোখ খুলছে না তাদের জন্যে কান্নাকাটি করছে, কিছু চীনের দালাল এই সময়ে নিজেদের ভোট গুছিয়ে নিতে চাইছে, তাদের বলি,
PM 24 ঘন্টার আগে থেকে আপডেট দিয়েছেন যে ঝড়ের প্রস্তুতি চলছে, CM ও একই কাজ করেছেন। আপনাদের লোকাল রাজনৈতিক মিডিয়া হাউস গুলোর আর খবরের কাগজগুলো একটাও এসব দেখিয়েছে? আগে নিজেরা নিজেদের ঘরের লোকেদের গঠনমূলক সমালোচনা করতে শিখুন, পরে পাড়ার সমালোচনা করতে যাবেন।

NDRF এর 25টা টীম স্ট্যান্ডবাই ছিল না, ওয়ার্কিং বা ফাংশনাল ছিল। ঝড় হওয়ার আগে প্রতি এক ঘন্টা অন্তর অন্তর উপকূলের গ্রাম গুলোর ভেতরে মাইকিং করে বেড়িয়েছে টোটোতে চেপে, সাক্ষী ছাড়া একটাও কথা বলছি না। এখন সেই স্টেট সেক্রেটারির অনুরোধ মেনেই আরো 4টে টীমকে এয়ারলিফ্ট করে আনা হচ্ছে। কেন্দ্র রাজ্যের সাথে সংঘাত করছে?

গ্রামে ওদের কাছে তো সোশ্যাল মিডিয়া কম মাইকিং বেশি ভরসা,
আপনারা শহরে আরামে বসে ফেসবুকে হোয়াটসেপে টুইটারে কতটা কী প্রচার করেছেন সাধারণ মানুষকে সাবধান করার জন্যে?

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version