রাজ্যে মৃত্যু ৮৬, প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্থ, ১০ লক্ষ বাড়ি ধ্বংস

আমফানের হামলায় রাজ্যে মৃতের সংখ্যা শনিবার সকাল পর্যন্ত ৮৬। বিভিন্ন এলাকা থেকে জল না নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু কলকাতায় মৃতের সংখ্যা ১৯। মর্মান্তিক মৃত্যুর যে খতিয়ান মিলেছে সেগুলি হল…

১. বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত২২ জন

২. গাছে পড়ে মৃত ২৭ জন

৩. দেওয়াল চাপা পড়ে ২১ জন

৪. বাড়ির ছাদ ভেঙে মৃত ৫

৫. জলে ডুবে মৃত ৩

৬. ঘূর্ণিঝড়ে ৬ লক্ষ মানুষকে সরানো হয়

৭. ১ কোটি ৩৬ লক্ষ ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ

৮. ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্থ

Previous articleবারুইপুর যাওয়ার পথে গড়িয়ায় আটকে দেওয়া হলো দিলীপকে, রহস্যময় কারণ
Next articleদিলীপকে আটকানো নিয়ে বাইপাস উত্তপ্ত