সিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসে রাতে মুখ্যমন্ত্রী

পরিস্থিতি জটিল, মানুষের ক্ষোভ-বিক্ষোভ বাড়ছে, সিইএসসির ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। শেষে নিরূপায় হয়ে ধর্মতলায় সিইএসসির ভিক্টোরিয়া হাউসে গেলেন মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধে ৮.১৫ মিনিট নাগাদ তিনি ভিক্টোরিয়া হাউসে যান। ছিলেন সিইএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কা ও পুলিশ কমিশনার অনুজ শর্মা। আধিকারিকদের সঙ্গে তিনি আলোচনায় বসেন। দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, সেই আলোচনায় হয়। সিইএসসির পক্ষে বলা হয়, লকডাউনের কারণে অধিকাংশ কর্মীরা নেই। ফলে কর্মী অপ্রতুলতা আছে। ১৫০ জেনারেটরের ব্যবস্থা করার কথাও জানানো হয়। সংস্থার দাবি, মঙ্গলবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Previous articleআন্তর্জাতিক উড়ান চালু হতে পারে অগাস্টের আগেই
Next articleপরিযায়ীদের নিয়ে কেন্দ্র-রাজ্য দু’পক্ষকেই দূষলেন নীতি আয়োগ কর্তা