পরিযায়ীদের নিয়ে কেন্দ্র-রাজ্য দু’পক্ষকেই দূষলেন নীতি আয়োগ কর্তা

কেন্দ্রের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ব্যবহার যে যথার্থ হয়নি, তা প্রকাশ্যেই জানিয়ে দিলেন নরেন্দ্র মোদির সাধের নীতি আয়োগের সিইও অমিতাভ কান্তে। তাঁর স্পষ্ট কথা, বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে হতো এই লকডাউনের সময়ে। প্রথমে রাজ্যকে ভাবতে হবে, কেন শ্রমিকরা অন্য রাজ্যে গেল? নিজেদের রাজ্যে কাজের সুযোগ থাকলে এরা অন্য রাজ্যে যেত না। আবার কেন্দ্রকে ভাবতে হবে শ্রমিকদের অন্য রাজ্যে যদি দেশের অর্থনীতির বাস্তব চিত্র হয়, তাহলে তাদের নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা হলো না কেন? দেশের তো অন্য কাজ বন্ধ ছিল। তাহলে তা করা গেল না কেন? চাইলেই করা যেত। আসলে কেউ গুরুত্ব দেননি বিষয়টি। কেন্দ্র-রাজ্য উভয়কেই এক হাত নিয়েছেন অমিতাভ কান্তে।

Previous articleসিইএসসি-র সদর দফতর ভিক্টোরিয়া হাউসে রাতে মুখ্যমন্ত্রী
Next articleঈদে কোলাকুলি, হাত মেলানো নয়