আমফান বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগণায় আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর বারোটা নাগাদ ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে করে আকাশপথে জেলার পরিস্থিতি খতিয়ে দেখবেন। তারপর যাবেন কাকদ্বীপে। সেখানে এসডিও অফিসে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পীড়িত মানুষের হাতে মুখ্যমন্ত্রী কিছু আপৎকালীন সাহায্য তুলে দেবেন বলে জানা গিয়েছে।
