লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে এলো আরও একটি ট্রেন। শনিবার ৫৭০ জন যাত্রী নিয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছয় শ্রমিক স্পেশাল ট্রেন। ডানকুনিতে ১০১০ জন পরিযায়ী যাত্রীকে নামানো হয়েছে। যাঁরা বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছেছেন তাঁদের মধ্যে মুর্শিদাবাদ ছাড়াও পাশ্ববর্তী জেলার যাত্রীরাও রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। এদিন পরিযায়ী শ্রমিকদের বহরমপুর স্টেডিয়ামে থার্মাল স্কিনিং করিয়ে তাঁদের বিভিন্ন রুটের বাসে করে বাড়ি পাঠানো হয়।



