Thursday, November 13, 2025

প্রবল অনিচ্ছাসত্ত্বেও অবশেষে আইন মানতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। তাই অল্পক্ষণের জন্য হলেও মাস্ক পরা অবস্থায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ফোর্ডের গাড়ি ফ্যাক্টরি পরিদর্শনের সময় মাস্ক পরেন ট্রাম্প। অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগেই আবার সেই মাস্ক খুলে ফেলেছেন তিনি। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, আমি চাই না আমার মাস্ক পরা দেখে গণমাধ্যম কর্মীরা আনন্দিত হোক। স্কাই নিউজের এক ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আকাশি রঙের মাস্ক পরে থাকতে দেখা যায়।

ফোর্ডের ফ্যাক্টরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মাস্ক পরা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ফোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান বিল ফোর্ড বলেন, এটা ট্রাম্পের উপরেই নির্ভর করছে। তার আগে সংস্থার পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের মাস্ক পরা উচিত। ট্রাম্প ফোর্ডের একটি শাখা ঘুরে দেখেন, যেখানে বর্তমানে করোনাভাইরাসের রোগীদের জন্য ভেন্টিলেটর ও পিপিই তৈরি করা হচ্ছে।

এর আগে মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল হোয়াইট হাউসে এক চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, মিশিগানে গেলে সবারই মাস্ক পরা উচিত, কারণ এটা মিশিগানের আইন। এছাড়া তিনি সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ‘অবাধ্য শিশু’র মত, যারা নিয়ম মানতে নারাজ।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version