একনজরে বাংলার করোনা ও আমফান পরিস্থিতি

ক) কোভিড

➡️ নতুন পজিটিভ কেস – ২০৮ (গতকাল ছিল ১২৭)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ২০৫৬

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯২১৬ (দৈনিক সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৬৪% (গতকাল ছিল ২.৬৭%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১৫৪২ (গতকাল ছিল ১৪৪০)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২০০ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩)

➡️ কোমরবিডিটি র কারণে মৃত্যু – ৭২

➡️ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন – ৫৮ (ছাড়া পাওয়ার হার ৩৬.৫১%)

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ আমপানে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ২৭৩ টি সাবস্টেশনের মধ্যে ২৪০ টি মেরামতির কাজ সম্পন্ন হয়েছে

➡️ কলকাতার ৯২% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে, বাকি এলাকায় আগামী দুদিনের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক

➡️ কলকাতার সব মেইন রোড এখন গাড়ি চলাচলের উপযোগী

➡️ কলকাতার সব মেইন রোডে এখন গাড়ি চলাচল করতে পারছে

➡️ অধিকাংশ জায়গাতেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে: যাদবপুর, মুকুন্দপুর, সার্ভে পার্ক, পাটুলি, এনএসসি বোস রোড, বেহালা চৌরাস্তা, জেমস লং সরণি, লেক টাউন, যশোর রোড, নাগেরবাজার, রাসবিহারী সংযোগ স্থল, বিবি চ্যাটার্জি রোড, বেলগাছিয়া, মানিকতলা মেইন রোড, গড়িয়া, বাগুহাটি, সল্টলেক, নিউ টাউন সহ অন্যান্য জায়গায়

➡️ উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, নৈহাটি, বারাসাত, কাঁথি, কল্যাণী, ব্যারাকপুর এবং নদিয়া ও পূর্ব মেদিনীপুরের অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে

➡️ দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর, বারুইপুর, নরেন্দ্রপুর, কাকদ্বীপ, নামখানা সহ অর্ধেকেরও বেশি জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে

➡️ বেশিরভাগ জল এবং নিকাশী পাম্পিং স্টেশন গুলো এখন কাজ করছে

➡️ বাংলায় ঘূর্ণিঝড় আমপান এর ত্রাণের জন্য কেন্দ্র ১০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।

Previous articleআমফানের দাপটে ক্ষতিগ্রস্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর অধিকাংশ স্টেশন
Next articleদুই ২৪ পরগনায় আমফান বিপর্যস্ত দুর্গত মানুষদের পাশে ভারত সেবাশ্রম সঙ্ঘ