আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর অধিকাংশ স্টেশন

আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর অধিকাংশ স্টেশন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করুণাময়ী এবং সেক্টর ফাইভ স্টেশন দুটি। সিটি সেন্টার এবং বেঙ্গল কেমিক্যাল স্টেশন যথেষ্ট ক্ষতি হয়েছে। ভেঙেছে নতুন লাগানো স্ক্রিনিং ডোর।

মেট্রো রেলওয়ে সূত্রে খবর, যেসব স্টেশন ও লাইন উপর দিয়ে গিয়েছে সেগুলিতেই ক্ষতি বেশি হয়েছে। কয়েকটি জায়গায় লাইনের উপর গাছ ভেঙে পড়েছে। তবে লকডাউনে মেট্রো চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সমস্যায় পড়তে হবে না। দ্রুত মেরামতের চেষ্টা করছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তবে যেহেতু স্ক্রিনিং ডোর বাইরে থেকে আনা হয়েছিল, সেহেতু সেগুলির মেরামতিতে বেশি সময় লাগবে বলে জানানো হয়েছে।

Previous articleখুশির ঈদের আগে সম্প্রীতির বাতাবরণ গোঘাটে
Next articleএকনজরে বাংলার করোনা ও আমফান পরিস্থিতি