সত্যিই বড্ড গরম। তার উপরে সম্পূর্ণ সিনথেটিক পিপিই পরে কাজ করা যায় না কি! তাই অভিনব উপায় বের করলেন রাশিয়া মহিলা ডাক্তার। রাশিয়ার টুলা শহরের একটি চিকিৎসা কেন্দ্রে কাজ করেন তিনি। করোনাভাইরাস থাবা বসিয়েছে সেখানেও। তাই রোগী দেখতে নিতে হচ্ছে সর্তকতা। পরতে হচ্ছে পিপিই। কিন্তু তাই পরে প্রচন্ড গরম লাগছিল তাঁর। এই কারণে বিকিনির উপরেই পিপিই পরলেন মহিলা চিকিৎসক। আর তাই পরেই রোগী দেখতে শুরু করলেন তিনি। এই খবর প্রকাশ পেয়েছে রাশিয়ার এক নিউজ চ্যানেলের মাধ্যমে। এই বিষয়ে ওই চিকিৎসা কেন্দ্র কর্তৃপক্ষ বা রোগীদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ছবি দেখে যা অনুমান, তাতে রোগীদের বিষয়টি খুব একটা মন্দ লাগেনি।
