ফের সাধু খুন। এবার মহারাষ্ট্রের নানদের। অন্ধকারে আশ্রমে ঢুকে এক সাধু ও তার সহযোগীকে হত্যা করল দুষ্কৃতীরা। সাধুর দেহ আশ্রমে পাওয়া যায়, এবং তার সহযোগীর দেহ আশ্রমের বাইরে কিছুদিন আগেই মহারাষ্ট্রের পালঘরে চুরির সন্দেহে দুই সাধুকে পিটিয়ে খুন করা হয়েছিল। তারপর ফের একই ঘটনা। সদগুরু শিবাচার্য নিজের শিশুদের সঙ্গে নানদের আশ্রমে থাকতেন। শনিবার সেখানেই তিনি খুন হন। রবিবার তাঁর শিষ্যরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক ধারণা চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল।
