একা উড়ান যাত্রা করে ঘরে ফিরল ৫ বছরের বিহান

মুখে হলুদ মাস্ক, হাতে নীল গ্লাভস। প্লেন থেকে নেমে খুদে হাঁটছে অন্য যাত্রীদের মতোই। পরিবার বা পরিচিত বলতে সঙ্গে কেউ নেই। একা এক শিশুর সাহসিকতার খবর তখন ছড়িয়ে পড়েছে গোটা বিমানবন্দরে। প্রায় দুমাস পর সোমবার থেকে চালু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। লকডাউনের জেরে প্রিয়জনদের ছেড়ে অনেকেই পড়ে আছেন ভিন রাজ্যে। উড়ান চালু হতেই ঘরে ফিরতে শুরু করেছেন তাঁরা। এমনই এক শিশুর দেখা মিলল বেঙ্গালুরু বিমানবন্দরে। একা বিমানে চড়ে ৫ বছর বয়সী বিহান শর্মা দিল্লি থেকে বেঙ্গালুরু ফিরেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার দিল্লি থেকে বেঙ্গালুরু রুটে বিমানে চড়ে বিহান। বিশেষ শ্রেণির যাত্রী হিসাবে একাই বিমানে ওঠে সে। ১৮৪০ কিলোমিটার আকাশ পথ একাই পেরিয়েছে সে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিল তার মা। বিহানের মা জানান,
“আমার ছেলের বয়স ৫ বছর। প্রায় তিন মাস পর দিল্লি থেকে একাই বেঙ্গালুরু ফিরেছে ও।” বিহানের এই সাহসিকতা দেখে আপ্লুত তাঁর সহযাত্রী থেকে বিমান কর্মীরা।

Previous articleপ্রশাসনের নজরে ‘নোবেল ম্যান’, হতে হল জেরার সম্মুখীন
Next articleসিইএসসিকে ফিরহাদ : এনাফ ইজ এনাফ, টেম্পোরারি বিদ্যুৎ ফেরান