হালিম-সহ ঈদের উপহার পাঠিয়ে দিলীপ ঘোষকে সম্প্রীতির বার্তা কংগ্রেস নেতা ইমরানের

করোনা আবহে-আমফান বিপর্যস্ত বাংলায় চলে এলো মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ। আর এই ঈদ উপলক্ষে গরিব মানুষের মধ্যে হালিম বিতরণ করলেন প্রদেশ কংগ্রেস ও ট্রেড ইউনিয়ন নেতা ইমরান খান। প্রায় ৫০০ জন মানুষের মধ্যে ঈদ উপলক্ষে হালিম বিতরণ করলেন ইমরান।

পাশাপাশি, ঈদের অন্যান্য খাবার, হালিম-সহ সম্প্রীতির বার্তা পাঠালেন বিজেপি রাজ্য দফতরে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে একটি সুসজ্জিত “ট্রে”-এর মাধ্যমে পাঠানো হল ঈদের উপহার।

বিজেপি রাজ্য সভাপতিকে ইমরান খানের বার্তা, “হিন্দু-মুসলমান ভেদাভেদ করবেন না। আসুন সকলে মিলে ভাগ করে নিই এই খুশির ঈদ”।

Previous articleকরোনা-আমফান সঙ্কটের মধ্যেই ঈদের বাজারে মুরগির মাংসের আকাশ ছোঁয়া দাম
Next articleপ্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় বলবীর সিং, ক্রীড়ামহলে শোকের ছায়া