বিক্ষোভ সত্ত্বেও সিইএসসি বলছে ৯৫% জায়গায় বিদ্যুৎ এসে গেছে!

৯৫% জায়গায় বিদ্যুৎ চলে।এসেছে। বাকি ৫% জায়গায় মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ চলে।আসবে। সোমবার সিইএসসি কর্তা অভিজিৎ ঘোষ এ কথা জানালেন। সরকার তো বলছে সিইএসসি দায়ী। তার উত্তরে অভিজিৎ ঘোষ বলেন, প্রায় ৫ হাজার কর্মী দিন-রাত কাজ করছেন। দক্ষিণ কলকাতা প্রায় স্বাভাবিক। পাটুলি, সার্ভে পার্কে কাজ চলছে। দ্রুত স্বাভাবিক হবে। নেতাজিনগরেও কাজ চলছে। গ্রাহকদের কাছে যে সুনাম রয়েছে তা বজায় রাখব, জানেলেন সিইএসসি কর্তা।

Previous articleএকদিনে ৬০ করোনাজয়ীকে বাড়ি ফিরিয়ে সব সমালোচনার জবাব দিলো মেডিক্যাল কলেজ!
Next articleপ্রথম দিনেই না জানিয়ে ৮০ উড়ান বাতিল