Friday, November 14, 2025

আমফান বিপর্যয়ের মধ্যেই প্রবল কালবৈশাখী ধেয়ে আসছে বাংলায়! সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত

Date:

সুপার সাইক্লোন আমফানে বিপর্যস্ত বাংলা। তারই মাঝে কালবৈশাখীর সম্ভাবনার খবর জানালো আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে কোচবিহার-জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।

বুধবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ, সোমবার এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

পাশাপাশি, দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। এই বৃষ্টি বাড়তে পারে বুধবারের পর থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়া-দুই ২৪ পরগনা ও কলকাতায় এমন সম্ভবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। বিকেলের দিকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ডিগ্রী । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি কলকাতায়।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version