Wednesday, August 27, 2025

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাংলায় সর্বাধিক, হঠাৎ কেন এমন বৃদ্ধি

Date:

করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দেশে। সঙ্গে পাল্লা দিয়ে কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে রাজ্যেও। রবিবার বঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। প্রশাসনের আশঙ্কাই হল সত্যি। এদিন নতুন করে ২০৮ জনের শরীরে ধরা পড়েছে কোভিড ১৯। যা একদিনে এখনও পর্যন্ত সর্বাধিক।

রবিবার ৯২১৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ। হঠাৎ করে একদিনে ২০৮ জনের শরীরে ধরা পড়েছে। এই প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যায় টেস্ট হয়েছে বলে আরও বেশি কোভিড পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গে ফিরছেন। তাঁদের অনেকের মধ্যেই রয়েছে কোভিডের উপসর্গ। এঁদের কারণেই করোনা পজিটিভের সংখ্যা হঠাৎ বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।

উত্তর দিনাজপুরে ছিল ৩৩ জন করোনা আক্রান্ত। গত চব্বিশ ঘন্টায় নতুন ১৩ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে সেখানে। মালদহে করোনা আক্রান্তের সংখ্যা ৮২। এর মধ্যে ৩১ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে রবিবার। রবিবার নতুন ৯ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে মুর্শিদাবাদে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৪৪। হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যাও এখন অনেকটাই বেড়ে গিয়েছে। রবিবার সেখানে নতুন করে ৪৮ জন পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৯। তবে কলকাতায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। রবিবারও শহরে নতুন ৫২ জন কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৭। তবে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কম। তিন জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৭২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version