পরিযায়ীদের ফেরাতে রাজ্যের গড়িমসি বোঝা দায়! দিলীপ

সব রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসছে। আপত্তি শুধু এই রাজ্যের। অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সাংসদের বক্তব্য, যারা বাইরে কাজ করতে গিয়েছে, তারা কোন অপরাধ করেছে? রাজ্য কাজ দিতে পারেনি, তবেই না তারা বাইরে গিয়েছে। এবার তারা ফিরতে চাইছে, অথচ রাজ্য ফেরাবে না! তাও রাজ্যকে কার্যত কোনও ভাড়াই দিতে হবে না। কেন্দ্র ৮৫% ভাড়া বহন করছে। রাজ্যকে শুধু কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, যাতে ফিরে আসার পর তারা আইসোলেশন থাকে। সেটা করতে কেন যে এত সমস্যা হচ্ছে, তা রাজ্য সরকারই বলতে পারবে। পরিযায়ী শ্রমিকরা যদি বাড়ি ফিরতে চায় তাহলে তাদের ফেরানো উচিত। অন্য রাজ্য বিশেষত উত্তরপ্রদেশে তো কয়েক লক্ষ শ্রমিককে ইতিমধ্যে ফিরিয়ে নিয়েছে। দিলীপ স্বীকার করেন, পরিযায়ীরা এলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকে। এই বাড়া-কমা, ফের লকডাউন, এভাবেই তো আস্তে আস্তে করোনার বিরুদ্ধে লড়াইটা লড়তে হবে। তা না হলে তো সব কিছু বন্ধ করে বসে থাকলে তো আর করোনা চলে যাবে না!

Previous articleকোভিড হাসপাতাল হলেও পিপিই-সুরক্ষা নেই! নার্স বিক্ষোভ কেপিসি হসপিটালে
Next articleরাজ্যপাল ফিরলেন পুরনো অভ্যাসে