কবে করোনা-মুক্ত কোন দেশ? হিসেব কষলেন গবেষকরা

করোনাভাইরাস সংক্রমণ, আর তা ছড়িয়ে পড়া রুখতে লকডাউন- এর শেষ কোথায়? তা জানতে উৎসুক সবাই। এই পরিস্থিতিতে সংক্রমণের হারের নিরিখে একটি হিসেব কষে কোন দেশে, কবে কোভিড-মুক্ত হবে তা জানাল সিঙ্গাপুরের একদল গবেষক।

করোনা নিয়ে সমীক্ষা চালিয়ে যে তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে একটি গাণিতিক মডেল তৈরি করেছেন সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের বিজ্ঞানীরা। এর মাধ্যমে তাঁরা জানিয়েছেন, কোন দেশ, কবে সম্পূর্ণ করোনা মুক্ত হতে পারে।
গবেষকদের মতে,

• সিঙ্গাপুর – ২৮ জুন

• ব্রিটেন ২৭ অগাস্ট

• আমেরিকা ২০ সেপ্টেম্বর

এই তালিকায় ভারতের নাম নেই।

তবে এই হিসেব তখনই মিলবে, যখন এই সময়ের মধ্যে ওই সব দেশে বিধি ও চিকিৎসা পরিকাঠামো মেনে চলা হবে। না হলে এই তারিখের পরিবর্তন হতে পারে। গবেষকদের আশা, সবকিছু নিয়ম মাফিক চললে ৪ ডিসেম্বরের মধ্যে সারা বিশ্ব থেকেই বিদায় নেবে নোভেল করোনাভাইরাসকে।

Previous articleমৃত্যুশয্যায় কিম! সংবাদমাধ্যমের সংবাদ সম্প্রচার ঘিরে নতুন জল্পনা
Next articleকরোনা মোকাবিলা: দিশা দেখাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা