আমফান বিপর্যয় কাটিয়ে লকডাউন নিয়ে ফের সক্রিয় কলকাতা পুলিশ

সুপার সাইক্লোন আমফান বিপর্যয়ে রাজ্য তথা শহরের ফোকাস করোনা থেকে সরে গিয়েছিল। কিন্তু এই সময়কালের মধ্যেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে দেশ তথা রাজ্যে। তাই ফের প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

কলকাতা শহরে ঢিলেঢালা লকডাউন বরদাস্ত করতে রাজি নয় লালবাজার। তাই সোমবার রাত থেকেই পুলিশ কমিশনার অনুজ শর্মার নেতৃত্বে নড়েচড়ে বসেছেন বিভিন্ন থানার আধিকারিকরা।

আজ, মঙ্গলবার সকাল থেকেই শহরজুড়ে জোরকদমে শুরু হয়েছে নজরদারি। আগের মতোই গাড়ি থামিয়ে চলছে চেকিং। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাতে না বের হয়।

বিভিন্ন মহল থেকে প্রশাসনের কাছে খবর আসছিল, শহরের বিভিন্ন জায়গায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। পুলিশ একটু ঢিলেঢালা দিতেই সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় বেরোচ্ছে মানুষ। তাই সংক্রমনের সম্ভাবনাও বাড়ছে।

Previous articleদেশে আক্রান্তের সংখ্যা ছড়ালো দেড় লক্ষ! মৃত ৪৩৩৭
Next articleসীমান্ত সংঘাত সামাল দিতে মনমোহনের পথে মোদি!