কাল রাজ্য থেকে বিমান পরিষেবা শুরু, চিন্তার ভাঁজ কর্তাদের কপালে

কাল থেকে শুরু হচ্ছে রাজ্য থেকে বিমান পরিষেবা। কাল দমদম ও বাগডোগরা থেকে বিমান উড়বে। প্রায় ২ মাসের বেশি সময়ের পর। মোট দশটি বিমান উড়বে। কিন্তু বিমান ওড়ার মুখেই আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিমান পরিষেবা শুরু হয়েছে। আর শুরুর দিনেই দুই বিমানযাত্রীর করোনা সংক্রমণ ধরা পড়েছে। একটি দিল্লি-লুধিয়ানা বিমানের এক যাত্রীর অন্যটি চেন্নাই থেকে কোয়েম্বাটুরগামী বিমানে। প্রচুর সাবধানতা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। ফলে পশ্চিমবঙ্গ সরকারের কর্তাদের কপালে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ।

Previous articleকরোনা আক্রান্ত বিধায়কের সঙ্গে বৈঠকের জেরে আরও দুই বিধায়কের পরীক্ষা
Next articleভয়ঙ্কর কালবৈশাখী, ফের ধাক্কা কলকাতায়