দুর্যোগ থামতেই তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ

সেই বুধবার, সেই ঝড়। মাঝে কেটে গেছে একটা সপ্তাহ। আমফানের স্মৃতি উসকে 96 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বুধবার সন্ধেয় বয়ে গেল কালবৈশাখী। এই ঝড়ের দাপটেও কলকাতায় বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়েছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে রাস্তায় নেমে পড়েছিলেন কলকাতা ট্রাফিক পুলিশকর্মীরা। ইস্ট ট্রাফিক গার্ড এবং সাউথ-ইস্ট ট্রাফিক গার্ডের কর্মীরা রাস্তা পরিষ্কার করতে হাত লাগান। অন্ধকারে গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তাঁরা।

Previous articleকোটি টাকার প্যাঁচার ছবির ক্রেতা CESC-এর বঙ্গভূষণ মালিক এখন বলির পাঁঠা! তোপ দিলীপের
Next articleব্রেকফাস্ট নিউজ