মেখলিগঞ্জে খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

খাবার নিম্নমানের। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। এই অভিযোগে বুধবার খাবারের প্যাকেট রাস্তায় ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাস্থল কোচবিহারের মেখলিগঞ্জ। শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। বিডিওর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তাঁরা।

মেখলিগঞ্জ ব্লকের ধূলিয়াবাজারের কোয়ারেন্টাইন ৯৭ জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে৷ পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, পানীয় জলের ব্যবস্থা নেই, খাবার নিম্নমানের। এদিন সকালে পরিচয় শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দা কৃষ্ণকান্ত রায় ,সুবল রায় জানান, “পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। তাঁরা খাবার না পেয়ে ধূলিয়া বাজারের খাবারের খোঁজে আসছেন। এতে স্থানীয়দের সংক্রমণের সম্ভাবনা বাড়ছে।”

এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জ ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং মেখলিগঞ্জ থানার পুলিশ৷ মেখলিগঞ্জ বিডিও সাঙ্গে ইউডেন ভূটিয়া এ বিষয়ে কিছু বলেননি। তবে ব্লক প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে৷

Previous article‘বিভ্রান্তিকর ‘ ট্রাম্পের টুইট, তথ্য পরীক্ষার সিদ্ধান্ত টুইটার কর্তৃপক্ষের
Next articleনিজেদের খরচে হোটেল কোয়ারেন্টাইন! দমদম বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বাংলাদেশ ফেরত যাত্রীরা