Monday, August 25, 2025

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে ক্ষুব্ধ সাংসদ মহুয়া মৈত্র

Date:

দফায় দফায় শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারে না থেকে অনেকেই বাড়ি চলে যাচ্ছেন। তা নিয়ে ক্ষুব্ধ সাংসদ মহুয়া মৈত্র। এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার তিনি স্পষ্ট বলেছেন, ভিন রাজ্য থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা ফিরছেন তাঁদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইন সেন্টার তথা স্কুলগুলিতে থাকতে হবে।

প্রসঙ্গত, মহুয়া মৈত্রর কেন্দ্র কৃষ্ণনগরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সাংসদ জানান, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছাড়া বাকি সব স্কুল খুলতে হবে। সেখানেই থাকবেন পরিযায়ী শ্রমিকরা।” তাঁর কথায়, ৬০ হাজার লোক ফিরবে এটা সরকার একা সামলাতে পারেনা। এক্ষেত্রে পঞ্চায়েত আধিকারিক, পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মানুষদের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, যারা বাড়িতে আছে তাঁদের স্কুলে আসতে বললে আশা কর্মীদের সঙ্গে ঝগড়া করছে। যারা স্কুলে আছে তাঁরা বাইরে বেরিয়ে চা খাচ্ছেন। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “এই ধরনের আচরণ চলতে থাকলে আমরা সবাই মারা যাবো। বাড়ি থেকেই খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাড়ি ফিরেছেন এতে আমরা খুশি। কিন্তু কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে।”

কী বলছেন মহুয়া…

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version