কলকাতার রাস্তায় মিনিবাস নামাতে চান বাস মালিকরা। এই কারণে সরকারের কাছে আবেদন করেছে মিনিবাস সংগঠন। সংগঠনের তরফে একটি প্রস্তাবিত ভাড়ার তালিকা তৈরি করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী বাসে উঠলেই ১৪ টাকা। এরপর প্রতি ৫ কিলোমিটার অন্তর ৫ টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত ভাড়া এইরকম…

০-২ কিমি পর্যন্ত ১৪ টাকা

২-৭ কিমি পর্যন্ত ১৯ টাকা
৭-১২ কিমি পর্যন্ত ২৪ টাকা

১২-১৭ কিমি পর্যন্ত ২৯ টাকা

১৭-২২ কিমি পর্যন্ত ৩৪ টাকা

২২-২৭ কিমি পর্যন্ত ৩৯ টাকা

অর্থাৎ মিনি বাসের ভাড়া শুরু ১৪ টাকা দিয়ে, সর্বোচ্চ ৩৯ টাকা।
