পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের গ্রামে

রাস্তার ধারে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। কিন্তু গ্রামের কেউ তার ধারে কাছে যাচ্ছে না। ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্বগ্রামে। কবিরাজ মাড্ডি নামে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পরিবারের সদস্যদের দাবি, ব্যক্তির মৃত্যুর পিছনে বড় রহস্য রয়েছে। তবে প্রতিবেশীরা মৃত্যুর পিছনে সংক্রামক রোগের আশঙ্কা করছেন। তাঁদের দাবি, ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখুন পুলিশ ও স্বাস্থ্য দফতর ।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিল্বগ্রামের কবিরাজ মাড্ডি বাঁকুড়ার একটি রাইস মিলে কাজ করত। লকডাউনের জেরে বাড়ি ফিরতে পারেনি ওই ব্যক্তি। বুধবার সকালে সহকর্মী পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাকে গুরুতর অসুস্থ অবস্থায় নামিয়ে দিয়ে যায়। বাড়ির বাইরে ছটফট করতে থাকেন কবিরাজ। মুখ দিয়ে রক্ত বেরোয় তাঁর। কিছুক্ষণ পরে মৃত্যু হয়। এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের আশঙ্কা সংক্রামক রোগে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। বেলা দশটা পর্যন্ত রাস্তাতেই পড়েছিল দেহ। খবর পেয়ে গ্রামে পুলিশ এবং স্বাস্থ্য দফতরের দলও যায়। দেহ পরীক্ষা করে তারা গ্রামবাসীরা আশ্বস্ত করে। কিন্তু দায়সারা কাজে সন্তুষ্ট নন গ্রামবাসীরা। কী কারণে মৃত্যু তার তদন্তের দাবি জানান স্থানীয়রা।

Previous articleএকের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে ডানকুনিতে
Next articleহাল্লারাজার মন্ত্রী-ই করোনা যুদ্ধের শেষ অস্ত্র, কণাদ দাশগুপ্তর কলম