একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে ডানকুনিতে

পরিযায়ী শ্রমিকদের নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে শুরু করেছে ডানকুনিতে। বৃহস্পতিবার, সতেরোটি ট্রেন মহারাষ্ট্রের মুম্বই, নাগপুর, সোলাপুর থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার ফিরছে বাংলায়।

বুধবার রাতেও নাগপুর থেকে দুটি ট্রেন শ্রমিকদের নিয়ে আসে।ডানকুনি স্টেশনে নামার পরে ছোটো গাড়িতে চাপিয়ে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় ডানকুনি লোকো মোটিভ কারখানা ক্যাম্পাসে।সেখান থেকে বাসে করেতাঁদের নিজের জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। হুগলি ছাড়াও হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতার শ্রমিকরাও রয়েছেন।ট্রেন থেকে নামার পরে পরিযায়ী শ্রমিকদের কোনও থার্মল স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা না করিয়েই গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জেলা পৌঁছানোর পরে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

Previous articleপরিযায়ী শ্রমিকদের মেসেজ ভরে গিয়েছে সোনু সুদের মোবাইলে
Next articleপরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের গ্রামে