পঞ্চম দফায় লকডাউন বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতামত জানতে চেয়ে তাঁকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম চারটি লকডাউনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। লক্ষ্যণীয় বিষয় হলো এই প্রথম অমিত শাহ ফোন করলেন। বিশ্বস্ত সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন আর এক দফা বাড়ানোর পক্ষেই মত দিয়েছেন। তবে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে অর্থনৈতিক কাজ শুরু করার পক্ষে। তবে স্কুল, কলেজ, মল বন্ধই থাকছে।
