দশ দিনেও বিদ্যুৎ এলো না!

সুদীপ্ত শিকদার

ব্যর্থতার বিরল দৃষ্টান্ত স্থাপন করল WBSEDCL । ১০ দিন হয়ে গেল এখনো অন্ধকারে ডুবে রয়েছে গোটা ঠাকুরনগর । এত বড় বিপর্যয়ের পূর্বাভাস থাকা সত্ত্বেও, বিপর্যয় পরবর্তী প্রতিকূল পরিস্থিতিতে পরিষেবা স্বাভাবিক করতে সম্পূর্ণ ব্যর্থ হল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ। হাতেগোনা কয়েকজন বিদ্যুৎ কর্মীদের দিয়ে প্রথম কিছুদিন নামমাত্র চেষ্টা করানোর পর, বিলম্বিত বোধোদয় ঘটল বিদ্যুৎ দপ্তরের। গতকাল বাইরে থেকে আরো কিছু অতিরিক্ত কর্মী এনে কাজ করানো হচ্ছে, যদিও সম্পূর্ণ প্রচেষ্টার ফল এখনো পর্যন্ত শূন্য ! গোটা ঠাকুরনগর অন্ধকারে ডুবে থাকুক, সেটাও মেনে নেওয়া যায় কিন্তু ঠাকুরনগর হসপিটালে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছয় নি । দায়টা কার ?

Previous articleসাধনকন্যার হুমকি, তারপরেই পরেশকে শোকজ দলের
Next articleব্রেকফাস্ট নিউজ