লকডাউন নিয়ে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত শোনার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে দু’জন আলোচনায় বসেছেন বলে খবর। প্রসঙ্গত, চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার আগেই বেশিরভাগ রাজ্যই স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে, অর্থনীতিকে স্বাভাবিক করতে প্রয়োজনীয় সতর্কতা বজায় রেখে সব দোকানপাট চালু করে দেওয়া হোক। শুধুমাত্র যেখানে সংক্রমণ বেশি, সেই অংশকে রাখা হোক লকডাউনের আওতায়। রাজ্যগুলির এ ধরনের মতামত পাওয়ার পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর লকডাউনের ফলে কতখানি সুফল পাওয়া গেল এবং সমস্যা মোকাবিলা হচ্ছে কিনা, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেছে। প্রধানমন্ত্রী- স্বরাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকে আগামী ১ জুন থেকে জীবনযাপনের রূপরেখা কী হবে তা নিয়ে

আলোচনা হবে৷ লকডাউন ফের রাখা হবে কি না, তা নিয়েও সিদ্ধান্ত হবে এই বৈঠকে৷
