চিনের সঙ্গে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে ট্রাম্প: মোদির সঙ্গে কথা হয়েছে, তাঁর মন ভাল নেই

লাদাখ সীমান্ত নিয়ে সংঘাত তুঙ্গে চিন ও ভারতের মধ্যে। আর সেজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ভালো নেই বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের ট্রাম্প বলেন, চিন এবং ভারতের মধ্যে বড় দ্বন্দ্ব চলছে। ভারতীয়রা আমাকে খুবই পছন্দ করে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের চেয়েও ভারতীয়রা আমাকে বেশি পছন্দ করে। আমিও মোদিকে খুব পছন্দ করি। উনি সত্যিকারের ভদ্রলোক। ওঁর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে চিনের সঙ্গে যে বিরোধ চলছে তাতে তাঁর মন ভালো নেই। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন এবং ভারতের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতা করতে চান বলে জানিয়েছিলেন।

Previous articleস্কুল খুললেও রোজ ক্লাসে নয়, তৈরি হয়েছে স্বাস্থ্যবিধি, জানালেন পার্থ চট্টোপাধ্যায়
Next articleলকডাউনের ভবিষ্যৎ নিয়ে বৈঠক চলছে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর