লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে ঠিক কী ঘটছে তা দেশকে স্পষ্ট করে জানাক কেন্দ্রীয় সরকার৷
শুক্রবার টুইট করে এমন প্রস্তাবই দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷
চলতি মাসের শুরুর দিকে লাদাখে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । এরপরেই ভারত ও চিনের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বলেই অনেকে মনে করছেন। চিনের সঙ্গে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই ফের মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। “পরিষ্কার ভাবে ঠিক কী ঘটছে তা বলার জন্য” শুক্রবার তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রাহুল গান্ধীর মতে, কেন্দ্র এই ইস্যুতে নীরব থাকায় দেশের নানা স্তরে “ব্যাপক জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা” দেখা দিয়েছে। এমনিতেই ভারতে করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দিয়েছে, তার মধ্যেই ভারত-চিনের সীমান্ত সমস্যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে দেশবাসীর মধ্যে৷ এমনই মনে করছেন রাহুল৷ শুক্রবার টুইটে রাহুল গান্ধী বলেছেন, “চিনের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরবতা এই সঙ্কটের মধ্যে আরও ব্যাপক জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তাকে জোরদার করছে। ভারত সরকারকে পরিস্থিতি পরিষ্কার করে জানাতে হবে এবং ভারতের ক্ষেত্রে ঠিক কী ঘটছে তা জানাতে হবে সরকারকে”৷