Saturday, December 27, 2025

বাইবেলের কথাই সত্যি হতে পারে , পঙ্গপালের দাপট পৃথিবীর শেষের ইঙ্গিত?

Date:

Share post:

করোনা বিপর্যয়ের মধ্যেই ভারতে নয়া ত্রাস পঙ্গপাল। প্রতিদিন দেশের নতুন নতুন এলাকায় আক্রমণ করছে শস্যখেকো এই পরিযায়ী পতঙ্গ বাহিনী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ফসলের দফারফা করে এবার তারা ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। গত কয়েক দিনে পূর্ব মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের চার থেকে পাঁচটি গ্রাম এখন ঝাঁকে ঝাঁকে উড়ে আসা পঙ্গপালের কবলে। পঙ্গপালের আতঙ্কে প্রমাদ গুনছে অন্যান্য রাজ্যও। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে মথুরা এবং দিল্লিতে। মথুরা জেলা প্রশাসনের তরফে ইতোমধ্যে টাস্কফোর্স এবং বিশেষ নজরদারি টিম তৈরি করা হয়েছে। চাষিদের কম দামে কীটনাশক দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আসলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল আসছে ভারতে৷ এরা একটি দলে প্রায় ৮০ লক্ষ থাকে৷ আড়াই হাজার মানুষের খাবার সাবাড় করতে দিতে পারে কয়েক ঘণ্টায়৷
আর এই পঙ্গপালের আগমন নিয়ে বাইবেলে যা বলা হয়েছে তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য । বাইবেলে স্পষ্ট বলা হয়েছে , পঙ্গপালের আসা মানে পৃথিবীর শেষের ইঙ্গিত৷ ঝাঁক ঝাঁকে পঙ্গপাল আসতে থাকায় এ বার সেই বাইবেলের কথাকেই বিশ্বাস করতে শুরু করেছেন বহু ভারতীয়৷
পঙ্গপালরা সারা দেশ ঢেকে ফেলবে৷ চারিদিকে এত পঙ্গপাল আসবে যে তোমরা মাটি দেখতে পাবে না| সব কিছু কালো হয়ে যাবে৷ শিলাবৃষ্টির হাত থেকে যা কিছু বেঁচে গিয়েছে সেসব পঙ্গপালরা খেয়ে ফেলবে, মাঠের প্রত্যেকটি গাছের সমস্ত পাতা, ফল এই পঙ্গপালরা খেয়ে ফেলবে৷বাইবেলের এই লেখাতেই শেষের দিনের প্রমাদ গুনছেন ভারতীয়রা৷ ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে কোটি কোটি পঙ্গপাল এসেছে৷ জয়পুরের জনবসতিপূর্ণ এলাকাতেও ঢুকে পড়েছে তারা৷ ১৯৯৩ সালের পরে এই প্রথম৷
সুদূর ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া-সহ আফ্রিকার বেশকিছু দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে সৌদি আরব হয়ে পাকিস্তানে প্রবেশ করে এই পঙ্গপালের ঝাঁক। এরপর ভারতে প্রবেশ করেও ক্লান্ত নয় পঙ্গপালের দল। অনায়াসেই হামলা চালাতে পৌঁছচ্ছে একের পর এক রাজ্যে।

spot_img

Related articles

ডবল ইঞ্জিন সরকারকে পিছনে ফেলে গড় মাসিক বেতনে এগিয়ে বাংলা

উন্নয়নের বড়াই করা ডবল ইঞ্জিন সরকারের মুখে ঝামা ঘষে গড় মাসিক আয়ের নিরিখে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ (West...

এসআইআরের নামে আসলে টার্গেট বাংলা! চার রাজ্যের তুলনা টেনে প্রশ্নবাণ অভিষেকের

এসআইআরের নামে আসলে টার্গেট বাংলা! এ-রাজ্যে ক্ষমতা দখলের জন্য মরিয়া বিজেপির ষড়যন্ত্র কতদূর যেতে পারে, তার উদাহারণ হল...

এসআইআর ঝাড়াই-বাছাইয়ে ডাক পেলেন অনির্বাণ!

"এসআইআর কী বলছে?/ ঝাড়াই-বাছাই চলছে..." কয়েক মাস আগে ব্যাঙ্গাত্মক সুরে গান গিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার সেই গানের লাইন...

“সীমা খান্নার ভূমিকা কী? চ্যাটের স্ক্রিনশট সুপ্রিম কোর্টে দেব!” চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের

কার অঙ্গুলিহেলনে কাজ করছেন দিল্লির সীমা খান্না? শনিবার সাংবাদিক বৈঠক থেকে জনৈকার নামে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূলের (Sima...