করোনা সংক্রমণে ফের রেকর্ড ভারতের! শেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৭,৪৬৬, মৃত ১৭৫

চতুর্থ দফার লকফাউনের শেষ পর্যায়ে এসে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭ হাজার ৪৬৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ মিলেছে। যা এপর্যন্ত সর্বাধিক। মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯। এঁদের মধ্যে অবশ্য ৭১ হাজার ১০৫ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে যাওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন। মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৭০৬ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ৯৮৭। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে।

Previous articleলক্ষ্য বাংলা: মোদি-শাহ চান সৌরভকে, ভাগবতের পছন্দ মিঠুন
Next articleবাইবেলের কথাই সত্যি হতে পারে , পঙ্গপালের দাপট পৃথিবীর শেষের ইঙ্গিত?