Friday, December 19, 2025

কলকাতার বুকে সবুজ ফেরাতে বন দফতরের সঙ্গে বৈঠকে ফিরহাদ, জানুন কী হলো

Date:

Share post:

আমফানে বিপর্যস্ত তিলোত্তমা কলকাতা। বিধ্বস্ত শহরের সবুজায়ন। কলকাতার বুকে দ্রুত সবুজ ফিরিয়ে দিতে

রাজ্যের বন এবং সেচ মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। ছিলেন বন বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে রাজ্যে প্রায় ১৬০০ স্কোয়ার কিলোমিটার ক্ষতি হয়ছে সবুজের। প্রায় ১ লক্ষ ৭ হাজার সবুজ ধ্বংস হয়েছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ফলে।প্রায় ১৬ লাখ গাছ ক্ষতিগ্রস্থ। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে তাঁদের আলোচনা হয়। প্রায় সাড়ে ৬ কোটি গাছ লাগানো হবে রাজ্যের ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকাগুলিতে।নকলকাতার জন্য লাগানো হবে নিম-দেবদারু তথা জারুল প্রজাতির গাছ। যে গাছগুলি ঝড়ের ফলে সহজে ভেঙে পড়ে না বা ক্ষতিগ্রস্ত হয় না।

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্যের বন দফতর। পাশাপাশি, সমস্ত স্কুলগুলোকে আবেদন জানানো হচ্ছে, যাতে তারা স্কুলেগুলির মধ্যে উপযুক্ত অঞ্চল গাছ লাগায়। যা সাধারণ মানুষের কাছেও গাছ লাগানোর অনুরোধ করা হয়েছে। গাছ লাগানোর ব্যাপারে বন দফতরের অভিজ্ঞতা সম্পন্ন বিশেষজ্ঞ দল বিভিন্ন জায়গায় গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করবেন।

অন্যদিকে, কলকাতায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছ লাগানো হবে। মুম্বই-চেন্নাইয়ের মতো সমুদ্রে ঘেরা অন্যান্য শহরের বায়ু দূষণ সেভাবে বোঝা যায় না। কিন্তু কলকাতায় কোনও বিকল্প ব্যবস্থা নেই। সেজন্য গাছই একমাত্র পারে বায়ু দূষণ কমাতে। তাই গাছ লাগানো আবশ্যিক।

এর পাশাপাশি পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, করোনা নিয়ে কলকাতার মানুষের মধ্যে সচেতনতা আরও প্রচার করবে পুরসভা। সোশ্যাল ডিসটেন্স অবশ্যই রাখতে হবে। এছাড়া বাধ্যতামূলক ভাবে মাক্স ও গ্লাভস পড়তে হবে।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন। একটি অডিও ক্যাসেট করা হয়েছে, সেটা সমস্ত ওয়ার্ডে বাজানো হবে। এছাড়া মানুষকে সচেতন করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, সচেতন না করলে করোনা মুক্ত করা যাবে না শহরকে। লকডাউনে মানুষ আর কতদিন বসে থাকবে, সেজন্য মানুষকে সচেতন হতে হবে। সচেতন হয়েই কাজেকর্মে বেরোতে হবে।

তবে করোনা নিয়ে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার কথা বলেন ফিরহাদ হাকিম। তিনিও বলেন, ভয় না পেয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। এবং এই সংক্রামক হলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাঁর নিজের ক্ষেত্রেও এটা প্রযোজ্য বলে জানান মুখ্য প্রশাসক।

spot_img

Related articles

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...