কবে মিলবে করোনা প্রতিষেধক?

করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, দেশে সংক্রমণ এই হারে বাড়তে থাকলে আগামী মাসের মধ্যেই ৩ থেকে ৫ লক্ষ পৌঁছাতে পারে মোট আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, সংক্রমণ রুখতে সারা বিশ্বের বেশ কয়েকটি সংস্থা মিলে প্রায় ১২৫টি করোনা ভ্যাকসিন তৈরি করছে।

এই ১২৫ টির মধ্যে ১০টি ভ্যাকসিন রয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। বাকি ১১৫ টি প্রাক ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায় রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বাজারে আসবে করোনা ভ্যাকসিন।বিশেষজ্ঞদের এক বৈঠকে জানা গিয়েছে এমনটাই। ওই বৈঠকে ফার্মাসিটিক্যাল কোম্পানি ফাইজারের সিইও আলবার্ট বাউরুলা বলেন, যেভাবে পরীক্ষা-নিরীক্ষা চলছে তাতে সমাধানসূত্র পাওয়া গেলে অক্টোবর মাসের শেষের দিকে মিলবে ভ্যাকসিন। ভিডিও কনফারেন্সের ওই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাজেনেকা সিও প্যাসকাল সরিয়ট, গ্লাক্সোস্মিথলাইনের প্রধান এমা ওয়াল মসলে, জনসন এন্ড জনসনের সায়েন্টিফিক অফিসার পল স্টোফেলস।

Previous articleকোয়ারেন্টাইন সেন্টার করা যাবে না হাই স্কুলে, হিঙ্গলগঞ্জে প্রতিবাদ স্থানীয়দের
Next articleস্পেশাল ট্রেনে ৮০ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, চাঞ্চল্যকর তথ্য RPF-এর