Monday, November 10, 2025

সাতপাকে বাধা ব্যারিকেড, চাঞ্চল্য কোচবিহারে

Date:

Share post:

বিয়ে করার জন্য পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন পাত্র, সঙ্গে ১৪ দিনের জামাকাপড়। ইচ্ছে ছিল ১৪ দিন শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। তারপর বিয়ে করে রওনা দেবেন নিজের বাড়িতে। তাঁর স্বপ্নের উপরে জল ঢেলে দিলেন এলাকাবাসী। শেষমেষ তড়িঘড়ি বউ নিয়ে চলে যেতে হল নতুন জামাইকে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নম্বর ব্লকের রাজারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর থেকে শুধুমাত্র গাড়ির অনুমতি পত্র নিয়ে বিয়ে করতে এসেছিল ত্রিদীপ দাস। স্থানীয় বাসিন্দা ভজনকুমার দত্তের কন্যা পূর্ণিমা দত্তর সঙ্গে বিয়ে হওয়ার কথা হয়েছিল তাঁর । চৌঠা মে বিয়ের দিনক্ষণ ঠিক হলেও লকডাউন এর কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণেই অভিনব পদ্ধতিতে লকডাউন মেনে বিয়ে করার ব্যবস্থা কর হয়। সেই মতো পূর্ব মেদিনীপুর থেকে কোচবিহারে যান ত্রিদীপ।১৪ দিন শ্বশুরবাড়িতে থেকে ১৫ দিনের দিন বিয়ে করে বউ নিয়ে ফিরে যাবেন মনস্থির করেন তিনি। কিন্তু স্থানীয় বাসিন্দারা বেঁকে বসায় বাধ্য হয়ে কোনও মতে নববধূকে নিয়ে চলে যেতে হচ্ছে তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে নিঃশব্দে জামাইকে বাড়িতে নিয়ে আসেন ভজন দত্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভিন জেলা থেকে আসা কোনও ব্যক্তিকে পাড়ায় থাকতে পারবেন না।
ইতিমধ্যেই কোচবিহার জেলায় ৭১ জন সংক্রমিত। এরপরও জোর করে হবু জামাইকে বাড়িতে রাখেন ভজন। রবিবার সকালে তাঁর বাড়িতে উপস্থিত হন স্থানীয় আশা কর্মী এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা। সিদ্ধান্ত নেন, কোনোমতেই বাইরে থেকে আসা ব্যক্তি হোম কোয়ারেন্টাইন এখানে থাকতে পারবেন না। তাঁকে অতি অবশ্যই চলে যেতে হবে সরকারি কোয়ারেন্টাইনে। অথবা নিজের জেলায় ফিরে যেতে হবে। শেষমেষ নিজের জেলাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন হবু জামাই। একই সঙ্গে ভজন দত্ত সহ তাঁর তিনজন পড়শীকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন স্বাস্থ্যকর্মীরা। সেই মতো একটি ঘোষণাপত্র, তাঁদের বাড়িতে লাগানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সিরাজুল হক বলেন, “বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা বলেছিলাম পাড়ায় যাতে না থাকে। এই কথা বাড়ির লোক শোনেনি। একই সাথে সরকারি নির্দেশিকায় তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে, অবশ্যই আমরা পাড়ার বাসিন্দারা তাদেরকে সহযোগিতা করব”। ইতিমধ্যেই ঘটনার খবর পৌঁছেছে পুন্ডিবাড়ি থানায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকার তিনটি বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারান্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

spot_img

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...