রাত পোহালেই দেশজুড়ে দৌড় শুরু ২০০ স্পেশাল ট্রেনের, দেখুন বাংলায় যা বরাদ্দ

কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। রাত পোহালেই দেশজুড়ে দৌড় শুরু করবে ২০০টি (১০০জোড়া) বিশেষ ট্রেন। এগুলি শ্রমিক স্পেশাল ট্রেনের অতিরিক্ত। রেলমন্ত্রক সূত্রে খবর, প্রতিদিন প্রায় ১ লক্ষ ৪৫ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন এই ট্রেনগুলিতে। আজ, রবিবার থেকে শুরু হয়েছে বুকিং। প্রথমদিনই মোট ২৫ লক্ষ ৮২ হাজার ৬৭১টি টিকিট বুকিং হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত মোট ২.৩৭ লক্ষ টাকার টিকিট বুকিং হয়েছে। যেসব ট্রেনের বুকিং হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য দুরন্ত, সম্পর্কক্রান্তি, জনশতাব্দী ও পূর্বা এক্সপ্রেস।

যেসব ট্রেনের বুকিং হচ্ছে তার মধ্যে এসি ও নন এসি কোচও রয়েছে। আইআরসিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনে সীমিত মাত্রায় খাবার পাওয়া যাবে। তবে তা খুব সকম সংখ্যক ট্রেনে। টিকিটের দামের মধ্যে খাবারের মূল্য ধরা নেই। এসি কোচের জন্য কোনও কম্বল, চাদর বা বালিশ দেওয়া হবে না। যাত্রীদের নিজেদেরই তার ব্যবস্থা করতে হবে। টিকিট কনফার্ম বা RAC থাকলেই যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারবেন। কমপক্ষে ৯০মিনিট আগে যাত্রীকে স্টেশনে আসতে হবে। সম্পূর্ণভাবে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক পরীক্ষার পরই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। প্রতিটি যাত্রীকে ফেস কভার বা মাস্ক পড়ে আসতে হবে।

এই ১০০ জোড়া ট্রেনের মধ্যে বাংলার জন্য বেশকিছু ট্রেন বরাদ্দ করেছে রেলমন্ত্রক। দেখে নিন সেই তালিকা।

১) অমৃতসর-কলকাতা এক্সপ্রেস

২) হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনামা এক্সপ্রেস

৩) হাওড়া-মুম্বই সিএসটি মেল

৪) আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস

৫) দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

৬) হাওড়া-বিকানের এক্সপ্রেস

৭).হাওড়া-নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস

৮) হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস

৯) শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস

১০) শালিমার-পটনা দুরন্ত এক্সপ্রেস

১১) হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

১২) হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস

১৩) হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস

১৪) শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

১৫) ASR-NJP কর্মভূমি এক্সপ্রেস

১৬) দিল্লি-আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস

 

Previous articleকেন্দ্রের নির্দেশে বন্ধ হয়ে গেল উইট্রান্সফার
Next article১জুন থেকে টলিপাড়ায় শুটিং শুরু হচ্ছে না