৮জুন রাজ্য বিজেপি কর্মীদের সভায় বক্তা অমিত শাহ

প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতকে সামনে রেখে রাজ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করছে বিজেপি। সোমবার রাজ্য বিজেপি সভাপতি জানালেন, দলীয় সংগঠনের ভিত্তিতে রাজ্যকে যে পাঁচটি জোনে ভাগ করা হয়েছে, তার সভা শুরু হবে আগামী ৮জুন থেকে। প্রত্যেক জোনে একটি করে সভা হবে। এই সভা হবে সরাসরি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভার্চুয়াল মিটিং। দলের মোট ১ হাজার কর্মী এই সভায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি যোগ দেবেন। তাঁরা শোনার পর প্রশ্ন করতে পারবেন। আরও ১ হাজার জন কর্মীকে সরাসরি লিঙ্ক দেওয়া হবে। তাঁরা দেখবেন। ৮ জুন সকাল ১১টার প্রথম সভায় দিল্লি থেকে সরাসরি বক্তব্য রাখবেন অমিত শাহ। টানা ৫দিন পাঁচটি জোনে সভা।

Previous articleহার্দিক পাণ্ডিয়ার আগে বিয়ে না করেই বাবা হয়েছেন কোন কোন ক্রিকেটার? দেখুন…
Next articleবিজেপির নতুন কমিটি, চমক সৌমিত্র, অগ্নিমিত্রাকে নিয়ে