চরবৃত্তির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল্লির পাক দূতাবাসের দুই কর্তাকে

অভিযুক্ত দুই পাক-কূটনীতিক

কূটনীতিক? না, গুপ্তচর ?

চরবৃত্তির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হলো নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের দুই কূটনীতিককে৷ রবিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ এই দুই কূটনীতিককে ভারত সরকির PON বা ‘Persona Non Grata’ ঘোঘণা করেছে৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই দুই আধিকারিক যে ধরনের কার্যকলাপে জড়িয়েছেন, তা দূতাবাসের কর্মী হিসেবে তাঁদের পদ এবং মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ৷’
দূতাবাসের পদাধিকারী হিসেবে তাঁদের যাবতীয় মর্যাদাও কেড়ে নেওয়া হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে৷

পাকিস্তানের ওই দুই কূটনীতিককেই রবিবার ভারতীয় গোয়েন্দারা হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করা হয়েছে৷ এর পরেই তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ একই সঙ্গে পাকিস্তানি দূতাবাসকে কড়া বার্তাও দিয়েছে ভারত৷ ওই দুই পাক কূটনীতিকের কার্যকলাপ যে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে যাচ্ছে তাও জানিয়েছে ভারত৷ ভবিষ্যতে পাকিস্তানি দূতাবাসের কূটনৈতিক দলের কোনও সদস্যই যাতে এই ধরনের কার্যকলাপে না জড়ান, সে বিষয়েও সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি৷ কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে, এই দুই চর আইএসআই-এর হয়েই কাজ করছিলো৷

দুই কূটনীতিকের ব্যবহার করা এই গাড়িও আটক করা হয়েছে
Previous articleকোয়ারেন্টাইন সেন্টার করা নিয়ে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ, উত্তেজনা বহরমপুরে
Next articleব্রেকফাস্ট নিউজ