উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলের কৃষ্ণরাম বোস স্ট্রিটের ৩০০ বছরের প্রাচীন একটি শিব মন্দির লকডাউনের পর থেকে বন্ধ ছিল। রাজ্য সরকারের অনুমতি মেলার পর আজ, সোমবার ফের খুলে দেওয়া হলো বড় বাবা শিব মন্দির।

এদিকে আজ পালিত হচ্ছে গঙ্গা পুজো। এই পুণ্যলগ্নে পুজো শুরু হল শিব মন্দিরের। করোনা আবহে সামাজিক দূরত্ব মেনে পালন করা হচ্ছে আচার-বিধি। লাঠির মাধ্যমে দূর থেকে পড়ানো হলো ঠাকুরকে মালা। আরতি , সেও হলো দূর থেকে। বাদ গেলেন না ভক্তরাও। স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব মেনে মন্দিরে প্রবেশ করেন ৫ জন করে ভক্ত। আরতির তাপ গ্রহণ চললো। এই মন্দির খুলে যাওয়ায় খুশি শিব ভক্তরা।
