Wednesday, August 27, 2025

অনেকটা রেজওয়ানকাণ্ডের ছায়া।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটি মৃতদেহ।
প্রথমে মনে হয়েছিল দুর্ঘটনা।
পরে দেখা গেল মরদেহে বুলেট।

কেউ হত্যা করেছে এবং দুর্ঘটনার মত সাজিয়ে ফেলে গেছে।

যুবকের নাম জুনিয়র মৃধা।

তদন্তে নামে পুলিশ ও সিআইডি।
দেখা যায়, যুবকটি একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। সংশ্লিষ্ট মেয়েটি মোহনবাগানের এক পরিচিত মুখ কর্তার বাড়ির ঘনিষ্ঠ সদস্য।

ঘটনা সাত বছর আগের।
সেই সময়ে সিআইডি কোর্টে এফ আর টি ফাইল করে।
তারা জানিয়ে দেয় অভিযুক্তদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই। অর্থাৎ কার্যত ক্লিনচিট পান সেই ব্যবসায়ী তথা ফুটবলকর্তা ও তাঁর বাড়ির লোকেরা।

এরপর নিহত যুবকের আত্মীয়রা ফের হাইকোর্টের দ্বারস্থ হন।
পিটিশন, লড়াই, ডিভিশন বেঞ্চে আপিল চলতে থাকে।

শেষ পর্যন্ত এই লকডাউনের ঠিক আগে হাইকোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
সিআইডি তদন্তের রিপোর্টকে ছত্রে ছত্রে তুলোধোনা করেছে হাইকোর্ট।
সিবিআইকে বলা হয়েছে ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করতে।
এখানে হাইকোর্ট বলেছে তদন্ত করলেও ওই ব্যবসায়ী, তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেফতারির মত কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু রক্ষাকবচ দেওয়া হয়নি ব্যবসায়ীর পুত্রবধূকে।

সল্টলেক সিজিও সূত্রে খবর, এই লকডাউনের মধ্যেই জেরা চলছে পুত্রবধূর। দুদিন জেরা হয়েছে। মঙ্গলবার আবার ডাকা হয়েছে।

হাইকোর্ট সিআইডির তদন্ত খারিজ করে বলেছে, হত্যা যখন হয়েছে, হত্যাকারীকে খুঁজে বার করাও দরকার।

ফলে মোহনবাগানের অন্যতম সহসভাপতি, ব্যবসায়ী, এক টিভি কোম্পানির মালিকের পরিবার আবার তদন্তের মুখে।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version