Thursday, August 28, 2025

রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। এবার সুপার সাইক্লোন আমফান বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বা সরকারি সাহায্য নিয়ে সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি।

আজ, এক সাংবাদিক বৈঠকে মারাত্মক অভিযোগ তোলেন দিলীপ ঘোষ। কী বললেন তিনি–

১) রাজ্য সরকার আমফান ঘূর্ণিঝড়ের পর হিসাব দিয়েছিল রাজ্যজুড়ে ১০ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে মোবাইল পরিষেবা ছিল না। বিদ্যুৎ পরিষেবা অচল হয়ে পড়েছিল, সেখানে কীভাবে এই পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী? পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ক্ষতিগ্রস্ত যাঁরা হয়েছেন, তাঁদের পুরো তালিকা বিডিও-এসডিও-প্রশাসনকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুযায়ী প্রশাসন ক্ষতির টাকা তাঁদের দেয়নি। অথচ, যাঁদের পাকা বাড়ি ছিল তারাই আবার ক্ষতির টাকা পেয়েছেন। এটা তো পুরো সেটিং। তৃণমূলের লোকেরা প্রশাসনের সঙ্গে ফিফটি-ফিফটি সেটিং করেছে। আর এই জন্যই আমি আগে থেকে বলেছিলাম যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা সরাসরি ব্যাঙ্ক-এর একাউন্টে পাঠাতে। ঘূর্ণিঝড়ের পর আমাদের দলের লোকেরা ব্লক স্তরে গিয়ে এবং মন্ডলে মন্ডলে গিয়ে ক্ষতিগ্রস্তদের হিসাব নিয়েছে। কিন্তু সেই হিসাব অনুযায়ী প্রশাসন থেকে টাকা দেওয়া হচ্ছে না। আর এর ফলেই ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, তারা বঞ্চিত হচ্ছে। ফলে যারা ক্ষতিগ্রস্ত হল তারা টাকা পেল না। অথচ, যাদের পাকা বাড়ি রয়েছে তারা টাকা পেল। বিডিও যে ২৭০টি বাড়িতে ক্ষতির টাকা দিয়েছেন, তাদেরকে দেওয়ার কারণ এটা কাটমানি হবে ।

২) রাজ্যপাল কোনও বিষয়ে হস্তক্ষেপ করলে সেই বিষয়ে রং ছড়িয়ে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী হিসেবে পার্থবাবু কোনও নতুন কথা বলছেন না। এসব এখন এই সরকারের একটা রোগে পরিণত হয়েছে।

৩) রাজ্যের সবকিছুতেই পরিকল্পনার অভাব থাকে। রাজ্যের হাসপাতালগুলিতে নার্সরা বিক্ষোভ দেখাচ্ছে। এই নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। পর্যাপ্ত পিপিই কিট নেই।
কোয়ারেনটাইন সেন্টার করে ঠিকমত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে যে সব রোগীরা আছন, তাঁরা পালিয়ে যাচ্ছেন।

Related articles

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...
Exit mobile version